মাগুরা জেলা পুলিশের “বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা” অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ তারিখে মাগুরা জেলা পুলিশ লাইন্সে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা” অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম (বার)।

বুধবার বিকাল ০৩.০০ ঘটিকার সময় খুলনা রেঞ্জ ডিআইজি মাগুরা সার্কিট হাউজে এসে পৌঁছালে মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, পিপিএম তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় জেলা পুলিশের একটি চৌকস দল খুলনা রেঞ্জ ডিআইজি কে হাউজ গার্ড সালামী প্রদান করে।


পরে বিকাল ০৩.১৫ ঘটিকার সময় খুলনা রেঞ্জ ডিআইজি মাগুরা জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এসে উপস্থিত হন। এ সময় তিনি জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন ও বেলুন, ফেস্টুন এবং কবুতর উড়িয়ে মাগুরা জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরপর মাগুরা জেলা পুলিশের একটি চৌকস দলের মনোজ্ঞ ক্রীড়া প্যারেড উপভোগ করেন এবং সালামী গ্রহণ করেন।

মাগুরা জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজওয়ান এঁর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের এডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (অর্থ ও প্রশাসন) মোঃ হাবিবুর রহমান বিপিএম,মাগুরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, মাগুরার জেলা প্রশাসক আশরাফুল আলম প্রমুখ।

পরবর্তীতে আমন্ত্রিত অতিথি ও পুলিশ সদস্যদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়।


এরপর রেঞ্জ ডিআইজি ক্রীড়া ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

সবশেষে সন্ধ্যা ০৫.৫০ ঘটিকায় পুলিশ লাইন্স মাঠে শুরু হয় মাগুরা জেলা পুলিশ শিল্পী গোষ্ঠী কর্তৃক আয়োজিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।অনুষ্ঠানে খুলনা রেঞ্জ ডিআইজি সহ অন্যান্য সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ উক্ত অনুষ্ঠান উপভোগ করেন।

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন