পুলিশের নতুন আইজি হচ্ছেন ড.বেনজীর আহমেদ

দ্বারা zime
০ মন্তব্য 584 দর্শন

 

পুলিশের নতুন আইজি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন  র‌্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) । আগামী ১৩ এপ্রিল বর্তমান আইজিপি ড.মোহাম্মদ  জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) এঁর  মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তাঁর স্থলে র‌্যাবের  মহাপরিচালক ড.বেনজীর আহমেদ বিপিএম (বার)  কে পুলিশের নতুন আইজি হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে বলে সরকারের দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছেন।

বর্তমান আইজিপি ড.মোহাম্মদ  জাবেদ পাটোয়ারী বিপিএম(বার) ২০১৮ সালের জানুয়ারিতে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এবং গত দুইবছরের বেশি সময় ধরে সুনাম ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করেন।
সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, বর্তমান আইজিকে সিনিয়র সচিব পদমর্যাদার কোনো রাষ্ট্রদূত পদে দেওয়া হতে পারে।


অন্যদিকে ড. বেনজীর আহমেদ ১৯৮৬ সালের ব্যাচের কর্মকর্তা। সৎ, নিষ্ঠাবান এবং মেধাবী অফিসার হিসেবে তাঁর দেশ ও দেশের বাহিরে ব্যাপক সুনাম রয়েছে। তিনি ডিএমপি কমিশনার হিসাবে তৎকালীন সময়ে হেফাজতে ইসলামের হাত থেকে রাজধানীর শাফলা চত্বর মুক্ত করেছিলেন। এছাড়া র‌্যাবের মহাপরিচালক হিসেবে হলি আর্টিজান হাামলা,দস্যু মুক্ত সুন্দরবন বিনির্মাণ,প্রশ্ন পত্র ফাঁস চক্রের হোতা আটক, বিকাশের টাকা প্রতারণা সহ   বিভিন্ন জঙ্গি অভিযানে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন। 

সূত্র : BANGLA INSIDER





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন