সাতক্ষীরা জেলাতে প্রবেশ ও বের হওয়া বন্ধ : জেলা ম্যাজিস্ট্রেট মোস্তফা কামাল

দ্বারা zime
০ মন্তব্য 358 দর্শন

 

করোনো পরিস্থিতি মোকাবেলায় সাতক্ষীরা জেলাতে প্রবেশ ও বের হওয়া বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার (৮ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাতক্ষীরা জেলাতে আজ থেকে কোন ব্যক্তি বা গাড়ি প্রবেশ করতে পারবে না ঘোষণা করেছেন।

জেলা প্রশাসন প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের কয়েকটি জেলায় করোনা রোগী সনাক্ত হওয়ায় ঐ সকল জেলায় ব্যক্তি ও গাড়ি প্রবেশ বন্ধ ঘোষণার প্রেক্ষিতে সেখানে কর্মরত লোকজন নিজ নিজ জেলায় ফিরতে চেষ্টা করছে।

এ প্রেক্ষিতে সাতক্ষীরা জেলাকে করোনা ঝুঁকি মুক্ত রাখতে সাতক্ষীরা জেলার সাথে পার্শ্ববর্তী জেলার সকল সীমান্ত এবং আন্তঃউপজেলা সীমান্ত জরুরী সেবা ব্যতীত (যেমন- রোগীবাহী গাড়ি, ঔষধ পণ্যবাহী গাড়ি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মালামালবাহী গাড়ি) সকল প্রকার যানবাহন ও জনচলাচল নিষিদ্ধ ঘোষণা করা হলো।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। অমান্যকারীর বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন