পবিত্র মাহে রমজানে সাতক্ষীরা পুলিশ সুপারের বাণী

দ্বারা zime
০ মন্তব্য 121 দর্শন

 

সাতক্ষীরাবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। পবিত্র মাহে রমজান বয়ে আনুক সকলের জীবনে অনাবিল সুখ-শান্তি ও সমৃদ্ধি। রমজান মাস সংযমের মাস, রমজান মাস ইবাদতের মাস, রমজান মাস গোনাহ মাফের মাস। আপনারা সবাই অবগত আছেন যে করোনা ভাইরাস ঠেকাতে    সরকারি নির্দেশনা মোতাবেক প্রতিটি মসজিদে এশার জামায়াত এবং তারাবীহ’র নামাজে ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদিম এবং ০২ জন হাফেজসহ সর্বোচ্চ ১২ জন অংশগ্রহণ করতে পারবেন। অন্যান্য মুসল্লীগণ নিজ নিজ ঘরে এশা ও তারাবীহ’র নামাজ আদায় করবেন।

প্রিয় সাতক্ষীরাবাসী, আসুন আমরা সবাই সরকারি নির্দেশনা মেনে চলি, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করি, করোনা মুক্ত সাতক্ষীরা গড়ি ও  সাতক্ষীরা জেলা পুলিশকে সর্বাত্মক  সহায়তা করি।

মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার),
পুলিশ সুপার, সাতক্ষীরা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন