করোনা প্রতিরোধে সাতক্ষীরা জেলা প্রশাসকের তারুণ্যের জাগরণ

দ্বারা zime
০ মন্তব্য 121 দর্শন

 

 

আলতাফ হোসেন বাবু: সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের নির্দেশনা অনুযায়ী করোনা প্রতিরোধে ‘তারুণ্যের জাগরণ টিম’ কাজ করে যাচ্ছে। সাধারণ জনগণকে করোনা পরিস্থিতি সম্পর্কে অবহিত করছেন।

উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ড, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মোবাইল টিম স্বেচ্ছাসেবকদের কার্যক্রম পরিদর্শন করছেন।

সাতক্ষীরা সদরে মোবাইল টিম হিসেবে কাজ করছেন সাংবাদিক ইয়ারব হোসেন, আব্দুর রহমান, এসএম আশরাফুল ইসলাম, গাজী আসাদ, গাজী ফারহাদ, শেখ মোনাজের হাসান আহনাফ, ইব্রাহিম খান বাবু, ইব্রাহিম খলিল, মো. নুরুল হুদা, শেখ মোস্তাফিজুর রহমান, আমিরুজ্জামান সবুজ, খলিদ হাসান, শোভনসহ অনেকেই। স্বেচ্ছাসেবক টিমে কাজ করছেন জেলার একঝাঁক তরুণরা।

প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগণকে সচেতন করে তুলছেন এই স্বেচ্ছাসেবকরা। সরকারি সকল নির্দেশনা দ্রুত জনগণকে অবহিত করছেন তারা।

আন্তঃ জেলা ও আন্ত উপজেলা সীমান্তে চেকপোস্টে দায়িত্ব পালন করছেন। জেলা প্রশাসন ও জেলা পুলিশের সাথে সহযোগী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

স্বেচ্ছাসেবকদের সাথে প্রতিনিয়ত মোবাইলের মাধ্যমে যোগাযোগ স্থাপন এবং কর্মএলাকা পরিদর্শন করে নির্দেশনা দিয়ে যাচ্ছেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সদর এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন