সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ ও পুষ্টি মাস উপলক্ষে জাতীয় পুষ্টি প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত সেমিনার অনুষ্ঠিত হয়।

দ্বারা zime
০ মন্তব্য 190 দর্শন

 

আজ ২৪ আগষ্ট /২০২০ ইং তারিখ সাতক্ষীরা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে “মাতৃদুগ্ধ‌ বিকল্প, শিশুখাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ) আইন ২০১৩” অবহিত করণ এবং জাতীয় পুষ্টি সপ্তাহ ও পুষ্টি মাস উপলক্ষে জাতীয় পুষ্টি প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারের সভাপতিত্ব করেন সিভিল সার্জন, সাতক্ষীরা ডা: হুসাইন শাফায়েত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মির্জা সালাহউদ্দিন,বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক  ডা: রফিকুল ইসলাম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ফিল্ড জনস্বাস্থ্য পুষ্টির বিভাগীয় প্রধান ডা: রনজিত কুমার মন্ডল।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবায় নিয়োজিত সম্মানিত চিকিৎসক ও সেবিকাগণ এবং স্যানিটারি পরিদর্শকগণ।

সভায় শিশুদের মাতৃদুগ্ধ দান উৎসাহিতকরণ এবং অন্যান্য মাতৃদুগ্ধ বিকল্প, শিশুখাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুদের বাড়তি খাবার ও সংশ্লিষ্ট সরঞ্জামাদির ব্যবহার নিরুৎসাহিত করা এবং আইনের বিধান লঙ্ঘনকারীদের আইনের আওতায় আনার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন