
নড়াইল জেলা পুলিশ ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১৯ ডিসেম্বব ২০২০খ্রিষ্টব্দ তারিখ নড়াইলের নূর মোহাম্মদ স্টেডিয়াম কাবাডি ও আরচ্যারী আবাসিক প্রশিক্ষণ কর্মসূচির ২০২০ উদ্বোধন করেছেন ঢাকা
রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান বিপিএম বার, পিপিএম (বার)।
নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা।প্রশিক্ষণ অনুষ্ঠানে নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সহ নড়াইল জেলা পুলিশের উদ্ধর্ত্তন কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।