সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 183 দর্শন

 

স্বাস্থ্যবিধি মেনেই সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিল সেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার। কল্যাণ সভায় পুলিশ সুপার ফোর্সদের করোনা মোকাবেলায় স্বাস্থ্য বিধি মেনে দাযিত্ব পালন করতে বলেন। এছাড়া ফোর্সদের বিভিন্ন অসুবিধার কথা শোনেন ও সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান।

একই দিন দুপুরে পুলিশ সুপারের সভাপতিত্বে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার জেলার প্রত্যেকটি থানার কার্যক্রম মনিটরিং করেন।

সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি আলোচনা করা হয়।পাশাপাশি শোকাবহ আগষ্ট কে ঘিরে জেলা ব্যাপী প্রত্যেকটি মন্দির সহ ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার।

সভায় এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো:সজিব খান,অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়াটার ইকবাল হোসেন,কালিগজ্ঞ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার এএমএন মোহাইমিনুল রশীদ,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো:শামসুল হক, ডিএসবির সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম,তালা সার্কেল সিনিয়র এএসপি হুমায়ুন কবির,দেবহাটা সার্কেল সিনিয়র  এএসপি এসএম জামিল আহমেদ, সাতক্ষীরা থানার ওসি দেলোয়ার হুসেন, জেলা ট্রাফিক পুলিশের টিআই কামরুজ্জামান বকুল,জেলা ডিবির ওসি ইয়াছিন আলম চৌধুরী সহ সকল থানার অফিসার ইনচার্জ গণ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন