দেবহাটা-কালিগজ্ঞের ইউপি নির্বাচন উপলক্ষে পুলিশ সুপারের ব্রিফিং

দ্বারা zime
০ মন্তব্য 364 দর্শন

 

আগামী ২৮ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন (তৃতীয় ধাপ) ২০২১ উপলক্ষে আজ ২৭নভেম্বর ২০২১ তারিখে সখিপুর  খান বাহাদুর আহ্ছানউল্লা কলেজ মাঠে সাতক্ষীরা জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দেবহাটা ও কালীগঞ্জ উপজেলার ভোটকেন্দ্রে এবং সকল ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের মাঝে দিক-নির্দেশনামূলক বিফ্রিং প্রদান করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার।ব্রিফিং প্রধান অতিথি ও পুলিশ সুপার বলেন, নির্বাচন কমিশন আমাদের যে নির্দেশনা দিয়েছেন আমরা সে নির্দেশনা মোতাবেক অবাধ -সুষ্ঠু ও নিরাপেক্ষ একটি গ্রহণ যোগ্য  নির্বাচন উপহার দিতে চাই।পুলিশ সুপার আরো বলেন, উৎসবমুখর পরিবেশে সকাল সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোটাররা নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

ব্রিফিং প্যারেডে এসময় কালিগজ্ঞ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার এমএন মোহাইমিনুল রশীদ,সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুুজ্জামান, হেড কোয়াটার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সদর ইকবাল হোসেন, তালা সার্কেল সিনিয়র এএসপি হুমায়ুন কবির, দেবহাটা সার্কেল সহকারী পুলিশ সুপার এস এম জামিল আহমেদ, বিশেষ শাখার ডিআই-১ মিজানুর রহমান,কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবির, তালা থানার ওসি জিহাদ খান, জেলা ডিবির ওসি ইয়াছিন আলম চৌধুরী সহ ভোট কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত সকল অফিসার ও ফোর্স, আনসার,গ্রাম পুলিশ বৃন্দ উপস্থিত ছিলেন। 

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন