শেরপুরের নতুন পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশের মুখপাত্র এআইজি কামরুজ্জামান রাসেল কে পদায়ন করা হয়েছে।
বুধবার রাষ্ট্রপতির পক্ষে এসপিদের এই আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পুলিশের বিভিন্ন জেলায় কর্মরত বিসিএস (পুলিশ) ক্যাডারের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৪০ জনকে বদলি করা হয়।
সদা হাস্যোজ্জল কামরুজ্জামান রাসেল বাংলাদেশ পুলিশের ২৫ তম বিসিএস ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি দিনাজপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান। জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ে তিনি লেখা পড়া করেছেন।
কামরুজ্জামান রাসেল শেরপুর জেলার পুলিশ সুপার হওয়াতে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসেন ও বাংলাদেশ পুলিশের কিংবদন্তী আইজিপি ড.বেনজীর আহমেদ বিপিএম-বার এঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।