রাজাশাহী জেলা পুলিশ লাইন্সে নবনির্মিত চিরঞ্জীব বঙ্গবন্ধু ম্যুরাল ও বীর মুক্তিযোদ্ধাগণের মাসব্যাপী স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠানের উদ্বোধন এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।

বুধবার  দুপুর ১২টায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান  রাজশাহী জেলা পুলিশ লাইন্সে নির্মিত চিরঞ্জীব বঙ্গবন্ধু ম্যুরাল ও বীর মুক্তিযোদ্ধাগণের মাসব্যাপী স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠানের উদ্বোধন করেন।

পরবর্তীতে দুপুর ১২.৩০টায়  স্বরাষ্ট্রমন্ত্রী  রাজশাহী জেলা পুলিশ কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ।

মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা অনুষ্ঠানে  স্বরাষ্ট্রমন্ত্রী  বলেন, মুক্তিযোদ্ধাগণের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সকলকে ধারণ করতে হবে।

একই অনুষ্ঠানে আইজিপি  বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ পুলিশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার  জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি, আরএমপি’র পুলিশ কমিশনার  মো: আবু কালাম সিদ্দিক প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধাগণের মাসব্যাপী স্বাস্থ্যসেবা কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি  মো: আব্দুল বাতেন বিপিএম, পিপিএম।অনুষ্ঠানে রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ সহ বিভিন্ন পদমর্যাদা পুলিশ অফিসার গণ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন