সাতক্ষীরায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 127 দর্শন

 

সাতক্ষীরায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অতি: জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈন, অতি: পুলিশ সুপার (ডিএসবি) মো: আতিকুল ইসলাম মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশরাফ হোসেন মশু, বীর মুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিও) মো: নাজিম উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শামিম ভূইয়া, ডা: জয়েন্ত কুমার সরকার, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ্দৌলা সাগর, জেলা শিক্ষা অফিসার মো: শাহাজান কবির, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিকষক আমিনুল ইসলাম টুকু, জেল সুপার মো: আবুল বাসার, বিআরটিএ সহকারী পরিচালক ইঞ্জি: মাহবুর কবির, সাংস্কৃতিক ব্যক্তি হেনরি সরকার, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন, সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের প্রতিশ্রদ্ধা ১৯,২০,২১ তিন দিন ব্যাপী বই মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও সামাজিক সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন