
সাতক্ষীরা প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার রাত আড়াইটার দিকে সাতক্ষীরা শহরের হাটের মোড়ল এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার হওয়া সেঁজুতি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব এবং সাতক্ষীরার দৈনিক ‘পত্রদূত’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।সর্বশেষ তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের এমপি ছিলেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানান, লায়লা পারভীন সেজুতিকে ১৯৭৪ এর বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি ধারায় সাতক্ষীরা সদর থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে ।