এতিম শিশু,
দেখার কেউ নেই, আছে বাংলাদেশ পুলিশ।

তার একটি ছোট্ট নিউজ নিন্মে প্রদান করা হলোঃ
একটি কোম্পানির গাড়ি,
একটি শিশুকে(১৪ বছর বয়স হবে) আঘাত করে পালিয়ে যাওয়ারখবর পেয়ে ইবি থানার ওসি মো রতন শেখ, সেকেন্ড অফিসার SI কমলেশ সহ সংগীয় ফোর্সের সহায়তায়
গাড়ী সহ ড্রাইভার ও হেলপার সহ আটক করেন।
এবং
দূর্ঘটনা কবলিত শিশু বাচ্চাটিকে চিকিৎসার জন্য
সদর হাসপাতাল কুষ্টিয়া প্রেরণ করেন
এবং উক্ত বিষয় নিয়া মাননীয় পুলিশ সুপার এডিশনাল এসপি স্যার এবং এ এস পি সার্কেল স্যারদের সহিত আলোচনা করেন।

এরই মধ্যে খবর আসলো, ছেলেটির ডান পায়ের হাটুর নিচে ভেংগে গেছে।
কোম্পানির লোকদের কাছ থেকে ৮০ হাজার টাকা
নিয়ে পুরা টাকাটাই সকলের সামনে আমার উদ্ধর্ত্তন কর্মকর্তা দের সহিত আলোচনা করিয়া, হাসপাতালে
উপস্হিত হয়ে এতিম বাচ্চাটিকে বুঝাইয়া দেওয়া হইল।

ছেলেটি চোখের পানিতে ওসি স্যার কে বললো”” এবার
আর আমার পা কাটা লাগবে না, আমি আবার হাটতে পারবো।তারপর ওসি স্যার হাসপাতালে থাকা ডাক্তার ও নার্সের সহযোগীতা কামনা করেন,এবং চিকিৎসায় যেন কোন গাফিলতি না হয় সেদিকে উপস্হিত সাংবাদিকতা ভাই দেরও সহযোগীতা কামনা করেন।পুলিশ কে এই কাজের জন্য উপস্থিত সকলেই ধন্যবাদ জানান।
লেখকঃ মোঃ রতন শেখ ওসি,ইবি থানা কুষ্টিয়া।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন