আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামি সহ ৯ জনকে আটক করেছে পুলিশ।থানা পুলিশের বিশ্বস্থ্য সুত্র প্রতিবেদক কে জানায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার জনাব মোঃ সাজ্জাদুর রহমান এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ও সদ্য পদন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ, সিনিয়র সহকারী পুলিশ সুপার, দেবহাটা সার্কেল জনাব শেখ মোঃ ইয়াছিন আলী এবং আশাশুনি থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার নাথ স্যারের নেতৃত্বে ইং-১৮/১২/১৮ তারিখ আশাশুনি-কালিগঞ্জ থানা এলাকায় নিয়মিত মামলার আসামী গ্রেফতার ও বিশেষ অভিযান পরিচালনা কালে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব এসএম আজিজুর রহমান, এসআই (নিঃ) মোঃ হাসানু্জ্জামান, এসআই (নিঃ) মোঃ নুর ইসলাম, এসআই (নিঃ) মোঃ মনজুরুল হাসান, এসআই (নিঃ) মোঃ ইসমাইল হোসেন, সঙ্গীয় ফোর্স সহ কালিগঞ্জ থানা পুলিশের সহায়তায় রাত্র ২০.৩০ ঘটিকায় আশাশুনি থানার মামলা নং-১৯(০৮)১৮, ০২(১০)১৮, ০৪(১০)১৮, ০৬(১১)১৮, ০৭(১২)১৮ সহ বেশ কয়েকটি মামলায় আসামী ১। জুলফিকার আলী জুলি, পিতা-মৃত মোজাহার আলী সরদার, গ্রাম-গদাইপুর, ২। আঃ সালাম সরদার, পিতা-মৃত ছহিল উদ্দিন, গ্রাম-জামালনগর, ৩। রফিকুল ইসলাম, পিতা-মৃত মোসলেম উদ্দীন সরদার, গ্রাম-কচুয়া ৪। মোঃ খাইরুল আহসান সরদার, পিতা-মৃত আঃ মাজেদ সরদার, গ্রাম-আশাশুনি, ৫। আশরাফুল রহমান ওরফে মুকুল, পিতা-মৃত গোলাম আলী মোল্যা, গ্রাম-বাসিরামপুর ৬। শহিদুল ইসলাম, পিতা-মোঃ আঃ রউফ সরদার, গ্রাম-বকচর ৭। মোঃ ওমর ফারুক, পিতা-মোঃ শহিদুল ইসলাম, গ্রাম-নৈকাটি, ৮। মনিরুল ইসলাম, পিতা-মোবারক গাজী, গ্রাম-রামনগর, সর্ব থানা-আশাশুনি ৯। আবু হাসান, পিতা-মোছেল উদ্দীন শেখ, গ্রাম-ইছাপুর, থানা-কালিগঞ্জ, সর্ব জেলা-সাতক্ষীরাদেরকে কালিগঞ্জ থানাধীন নতলা চৌমুহনী বাজার এলাকা হইতে গ্রেফতার করা হয় ।
গ্রপ্তারের বিষয়টি নিশ্চিত করে আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিপু প্রতিবেদক কে জানান,অদ্য ১৯/১২/২০১৮ তারিখ সকালে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার মাধ্যমে জেল হাজতে
প্রেরণ  করা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন