শেখ আরিফুল ইসলাম আশা:সাতক্ষীরার বাইপাস সড়কে চাঁদাবাজির মূল হোতা পুলিশের সোর্স লাবসার সাদ্দাম,এই শিরনামে ২৫মার্চ তারিখে সাতক্ষীরা টাইমস ২৪ ডট কম নামের অনলাইন পেজে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটি পুরোটা মিথ্যা,মনগড়া,ভিত্তিহীন,উদ্দেশ্য প্ররণিত উল্লেখ করে সাদ্দাম হোসেন সংবাদটির তিব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
লাবসা প্রামের আনারুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন বলেন এই ঘটনায় আমি সম্প্রিক্ত নয়।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের তরফ থেকে বলা হয়েছে ঘটনার দিন সাতক্ষীরার বাইপাস সড়ক থেকে একাধিক মামলার আসামি বাবু ডাকাতকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। অনলাইনে প্রকাশিত উক্ত সংবাদে পুলিশের লিস্টে থাকা একাধিক মামলার দাগি আসামি বাবু ডাকাতকে বাচানোর পাইতারা করাছে একটি অপরাধ চক্র। এব্যাপারে তদন্ত হচ্ছে অপরাধীদের খুব দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছে পুলিশ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন