কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি,আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বে-সরকারি ভবনসমূহ জাতীয় পাতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।


দিবসটি উপলক্ষে খুলনা কুষ্টিয়া জেলা পুলিশ সকাল
আজ ১৫ আগষ্ট বাংলাদেশের স্বাধীনতার মহান স্থাপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৪ তম শাহাদত বার্ষিকীতে পুলিশ সুপার কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করেণ কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম তানভীর আরাফাত, পিপিএম (বার)।

এসময় জেলা পুলিশের সকল উর্দ্ধতন কর্মকর্তা ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বঙ্গবন্ধু ও তার নিহত পরিবারবর্গের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন