✌আফিফা আনতারা ঝিলিক👌
সেই ছোট্টবেলা থেকে গান, নাচ,আবৃত্তি , অভিনয় ইত্যাদি সকল বিষয়ে সাতক্ষীরা সহ বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে অনেক পুরষ্কার অর্জন করেছে। RTV এর রিয়ালিটি শোতে চাম্পিয়ান, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্হার প্রতিযোগিতায় চাম্পিয়ান সহ বিভিন্ন স্থানীয়  জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সে তার প্রতিভার বিকাশ ঘটিয়েছে।

লেখাপড়াতেও বরাবর সে ভালো রেজাল্ট করেছে। ২০১৬ সালে PEC পরীক্ষায় GPA -5 পেয়েছে।

চতুর্দশ জাতীয় শিশু কিশোর নাট্য ও সাংস্কৃতিক
উৎসব ২০১৯ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে ঝিলিককে মঞ্চকুঁড়ি পদক দিয়েছে। যা তার অসামান্য প্রতিভার সাক্ষর বহন করে। ঝিলিক যেন বাংলাদেশকে বিশ্ব পরিমন্ডলে এক মডেল হিসাবে তুলে ধরতে পারে, সে জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন ঝিলিকের মা ও বাবা।

ঝিলিকের এই ধারাবাহিক সফলতা অর্জনের কারনে ঝিলিকের পরিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে,সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিকে এবং ঝিলিকের সফলতার পিছনে যারা অগ্রণী ভুমিকা রেখে চলেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন ঝিলিকের মা ও সাতক্ষীরা জেলার কিংবদন্তি সংগীত শিল্পী ও সংগীত শিক্ষক জনাব শামীমা পারভীন রত্না।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন