🎤কৌতুকময় আন্দোলন🎤

🐕দুই কুকুর দুই মহল্লায় গেল 🐶, কয়েকদিন পর দুজনের সাথে আবার দেখা হল।🐕 একটি কুকুর খেয়ে দেয়ে বেশ মোটা তাজা হল, আরেকটা শুকিয়ে মরনাপন্ন অবস্থা 🐶

🐶১ম কুকুর ২য় কুকুর কে বলল আমি বেশ ভাল ছিলাম, ওই মহল্লায় ভাল খাবার দাবার পেয়েছি, কিন্তু তোর এ অবস্থা কেন, না খেয়ে এমন মর মর অবস্থা 🐶

🐕 ২য় কুকুর বলল, আরে বলিসনা, যেদিন ওই মহল্লায় ঢুকলাম, একটা বাসার পাশ দিয়ে যাচ্ছিলাম, সে বাসায় পুরুষ মহিলা ঝগড়া লাগল, ঝগড়ার এক পর্যায়ে পুরুষ টি মহিলাকে💃 বলল, আবার এমন করলে তোকে ডিভোর্স দিয়ে কুকুরের সাথে বিয়ে দিব 😂
আমি সেদিন থেকে সে আশায় ওই বাড়ির পাশে না খেয়ে দেয়ে আশা নিয়ে বসে ছিলাম, কবে সুযোগ পাব 😁
তাই আমার এ অবস্থা🙄

দেশে কিছু হলেই কিছু বাজেমাল👌 যাদের এ দেশের কোন কিছুতে কোন অবদান নেই, তারা অপেক্ষায় থাকে আর গুটিবাজি করে, দেশকে অশান্ত আর সরকারের সকল অবদান বেমালুম ভুলে পতনের আশায়🏑

ঠিক পুলিশের ক্ষেত্রে যা ঘটে সবসময়। কোন কিছু হলেই চোদ্দগুষ্টি উদ্ধারে নামে 🛠 মনে হয় পুরো বাহিনী মিলে খারাপ কাজটি করেছে। 👍অথচ অবিরাম পরিশ্রম করে রাস্ট্রের আইন শৃংখলা ঠিক রাখার নিরন্তর চেস্টা করে পুলিশ👌 একটি ঘটনায় সকল ব্যবস্থা নেয়ার পর ও ওই সব নস্ট মানুষ মিছে আশায় বিভ্রান্ত হবার কোন সুযোগ নেই। এসকল নস্ট উৎসাহীদের ফাদে পা দিয়ে কোন সংগঠন কিংবা সংস্থার উপর খড়ক হস্ত হতে সাবধান হতে হবে,কেননা এসব তথাকথিত লোকেরা আপনার কোন ভাল কাজে পাশে থাকেনা, আপনার সামান্য ভুলে তারা আপনার ঘাড়ে কোপ বসাবে তাতে কোন সন্দেহ নেই। 👍ঘটনার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার পাশাপাশি ওই সব বিভ্রান্তদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে হবে👌
এসব তথাকথিতরা জাতির জনককেই সামান্য অজুহাতে নির্মমতার শিকারে পরিনত করেছিল।
👨‍👨‍👦সন্তানকে শাসন করতে হবে কিন্তু কারো পাতানো ফাদে পা দিয়ে নিজ সন্তানকে হত্যা করা মানে নিজেই শত্রুর হাতে নিজেকে হত্যার জন্য তুলে দেয়া👨‍👨‍👧‍👧
👍অকৃতজ্ঞ মানুষদের নিয়ে ভাবনার থেকে অধিক সতর্ক থাকাই ভাল👌। এ প্রজন্মের কতিপয় অকৃতজ্ঞের আস্ফালন তাদের পুর্বপুরুষের রাস্ট্রের প্রতি বেঈমানির ইতিহাসকেই ভিত্তি দেয় 😒
🇧🇩দেশ যে ভাবে এগিয়ে যাচ্ছে তা এগিয়ে নিতে হবে, কারো বাধা আর বিভ্রান্তিতে বিভ্রান্ত হওয়া যাবেনা। আমাদের আরো অনেক পথ পাড়ি দিতে হবে🇧🇩🌷।
🇧🇩শুভ কামনা বাংলাদেশ🇧🇩

লেখক : জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), পুলিশ, সুপার সাতক্ষীরা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন