কুষ্টিয়ায় মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ছাত্র-শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ নভেম্বর ২০১৯ খ্রিঃ তারিখ কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন, ইসলামী বিশ্ববিদ্যালয় এক সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত পিপিএম(বার) এঁর সভাপতিত্বে  উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন-উর রশিদ আসকারী।এসময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম(বার)।

সমাবেশে প্রধান ব্যক্তা খুলনা রেঞ্জ ডিআইজি বলেন,  ‘মাদক সবসময় আপনাকে ঘোরের মধ্যে রাখবে, আপনি স্থির থাকতে পারবেন না। গাঁজা টান দিয়ে একতারা-দোতারা বাঁজানো যায়, কিন্তু শরীর ও জীবনের একতারা কিন্তু ছিঁড়ে যায়।’ এছাড়াও তিনি কুষ্টিয়া জেলার সকল কে সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে পুলিশ কে সহযোগিতা করাসহ নতুন এ আইন মেনে চলার আহবান জানান।।এসময় রেঞ্জ ডিআইজি কুষ্টিয়া জেলার সকল কে সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে পুলিশ কে সহযোগিতা করার আহবান জানান এবং সড়ক পরিবহন আইন-২০১৮ মেনে চলার আহবান জানান।

উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান,বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন প্রমুখ ।

এর আগে মঙ্গলবার সকালে কুষ্টিয়া  কুষ্টিয়া রিজার্ভ অফিসের বার্ষিক এবং কুষ্টিয়া হিসাব শাখা ষাম্মাসিক পরিদর্শন  করেন রেঞ্জ ডিআইজি ড.খ.মহিদ উদ্দিন।

এ সময়ে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত বার্ষিক পরিদর্শন প্যারেডে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সালামী গ্রহণ, প্যারেড পরিদর্শন ও অফিসার ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নিদের্শনা মূলক বক্তব্য প্রদান করেন।পরে রেঞ্জ ডিআইজি কুষ্টিয়া জেলা পুলিশের যানবাহন শাখা সহ অন্যান্য ইউনিট পরিদর্শন করেন।

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন