
আজ ১৪ ডিসেম্বর ২০১৯খ্রিঃ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন, কুষ্টিয়া কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের অংশ হিসেবে সকাল ৯.০০ ঘটিকায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের বেদিতে পুষ্পস্তাবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা হয়।
এসময় জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবী, বীর মুক্তিযোদ্ধাদের জন্য ১ মিনিট নিরাবতা পালন শেষে দোয়া মোনাজাত করা হয়। এ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন , কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যসহ সর্বস্তরের জনগণ স্বতস্ফূর্ত অংশগ্রহণ করেন।
