সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিল ও ২০০ গ্রাম গাঁজা সহ এক যুবক কে আটক করেছে। আটককৃত আসামির নাম জিয়াউর রহমান (৩০)। তার বাড়ি সদর উপজেলার বৈকারী ইউনিয়নেে।
সাতক্ষীরা ডিবি পুলিশের সূত্র জানায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার ও অতিরিক্ত পুলিশ সুপার(পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার) মোহাম্মদ ইলতুৎ মিশ এঁর দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা ডিবি পুলিশের ইনচার্জ মোঃ মহিদুল ইসলামের নেতৃত্বে ডিবির ইন্সপেক্টর বাবুল,এসআই হাফিজ, এসআই মনির ও সঙ্গীয় ফোর্স মঙ্গলবার ভোর রাতে সদর উপজেলার কুশখালী টু বৈকারী সড়কের আড়ুয়াখালি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিল ও ২০০ গ্রাম গাঁজা সহ জিয়াউর রহমান কে আটক করতে সক্ষম হয় ডিবির ঐ চৌকস টিম।
আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা ডিবির ওসি মোঃমহিদুল ইসলাম প্রতিবেদক কে জানান মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার,উক্ত শ্লোগান কে সামনে রেখে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ নিরবিচ্ছিন্ন ভাবে অভিযান অব্যহত রেখেছে। তারই ধারাবাহিকতায় গতকাল ভোররাতে ৩০ বোতল ফেন্সিডিল ও ২০০ গ্রাম গাঁজা সহ এক যুবক কে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান আটককৃত আসামির নামে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।