সাতক্ষীরা জেলার  সদর, তালা, কালিগঞ্জ, শ্যামনগর, আশাশুনি, দেবহাটার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তাবৃন্দের নিকট মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্য অধিদপ্তরের ২০১৭-২০২২ সালের ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা 4th HPNSP এর ২৮টি অপারেশনাল প্লান এর অন্যতম কমিউনিটি বেজড হেলথ কেয়ার এর আওতায় ক্রয়কৃত মিৎসুবিশি মডেলের গাড়ী -Cross Country Vehicle হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে গাড়ির চাবি ও পেপার্স হস্তান্তর করেন সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ মোঃ হুসাইন শাফায়াত।      

সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বলেন, উপজেলা স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ে টীকাদান, এপিডিমিওলজিকাল সারভাইলেন্স, কমিউনিটি ক্লিনিক তদারকি ইত্যাদি ক্ষেত্রে সক্ষমতা বাড়াতে বাহন গুলি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে সাথে সাথে স্বাস্থ্য সেবার পরিধি আরো ত্বরান্বিত হবে।   

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডাঃ মোঃ মাহাবুবর রহমান,‌শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডাঃ অজয় কুমার সাহা,দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডাঃআব্দুল লতিফ,তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডাঃ রাজিব সরদার,কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান,আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডাঃ সুদেষনা সরকার বাহন গুলির চাবি ও সংশ্লিষ্ট কাগজপত্র গ্রহণ করেন ও স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের প্রধান কর্মকর্তা হিসাবে জনস্বাস্থ্য রক্ষায় বাহন গুলিকে যথাযথ ভাবে ব্যবহার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

‌ 

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন