করোনা হেরে যাচ্ছে : ডাঃ হাফিজউল্লাহ

দ্বারা zime
০ মন্তব্য 175 দর্শন

 

।। করোনা হেরে যাচ্ছে ।।

এতদিন ধরে খবরের কাগজ আর T.V. দেখে, সাথে Google করে আমি যা বুঝলাম, Corona – খুব খারাপ না ….

১. সুগার, প্রেসার এর মতো জীবন ভরের রোগ নয় |

২. কিডনী বা ক্যান্সারের মতো কিছু নয়, যাতে ঘটিবাটি বিক্রী করে চিকিৎসা করাতে হয় |

৩. স্ট্রোকও নয়, যে বাকী জীবন লেংচে চলতে হবে |

৪. পাড়া প্রতিবেশী বা আত্মীয়ের অযাচিত পরামর্শ নেই , যে হিল্লী/দিল্লী বা দহ্মিনে যাও, এখানে ভালো ডাক্তার নেই |

৫. প্রাইভেট ক্লিনিক ভরতিই নেবেনা, পয়সা চোষারও জায়গা নেই |

৬. অগত্যা মধুসুদন সরকারী ডাক্তার, সরকারী হাসপাতাল -কোনো খরচা নেই |

৭. চল্লিশা, শ্রাদ্ধ করে লোক খাওয়ানোর ঝামেলা নেই – কেউ আসবে না ।

৮. সবচাইতে সেরা যা, তা হোলো, Corona বলছে, *’এসো লড়ো, বাঁচো কিংবা মরো* |(একদম Bull fight – যোদ্ধার মতো কথা), খুব বেশি হলে ১৪ দিনের খেলা | গেম ফিনিশ |

৯. তবে ভালো কথা, আশার কথা , বেশীর ভাগ খেলাতে *করোনা হেরে যাচ্ছে* ।

সংগৃহীত।

প্রাসংঙ্গত: সাতক্ষীরা সদর হাসপাতালের অর্থোপেডিক্স সার্জন ডা: মোঃ হাফিজউল্লাহ জীবন বাজি রেখে সামাজিক দুরত্ব নিশ্চিত করে প্রতিদিন সাতক্ষীরা সদর হাসপাতালের ২১৬ নং কক্ষে ৫০-৬০ জন হাড়ে ব্যাথা – হাড় ভাঙা-হাড়-জোড়া রোগীদের অপারেশন সহ নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।তিনি জেলা বাসীর উদ্যেশ্যে বলেছেন সবাই সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকুন। খুব জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাহিরে বের হবেন না। তিনি আরো বলেন বাহিরে থেকে এসে হ্যান্ড ওয়াস বা সাবান দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধৌত করে তারপর আপনারা আপনাদের পরিবার কে স্পর্শ করবেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন