“করোনাকে ভয় নয়
সবাই মিলে করবো জয়”
“করোনাকে ভয় নয়, সবাই মিলে করবো জয়”-এমনই উৎসাহদায়ক স্লোগানে করোনা ভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি ও শুভকামনা জানিয়ে সোনাগাজী মডেল থানায় করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য উপহার (পুষ্টিকর খাদ্য সামগ্রী) পাঠিয়েছেন ফেনী জেলা পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী বিপিএম, পিপিএম।
খোজ নিয়ে জানা যায়, করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের প্রতিনিয়ত খোজ নিচ্ছেন ফেনী জেলা পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী বিপিএম, পিপিএম এঁঁর দিক নির্দেশনা মোতাবেক ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।
খোজ নিয়ে আরো জানা যায় , লক ডাউন পরিস্থিতির কারনে অনেক মানুষ কর্মহীন হয়ে অনাহারে জীবন যাপন করছিলেন বিষয়টি জানতে পেরে চট্রগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি খন্দকার গোলাম ফারুক মহোদয় গতমাসে ফেনী মডেল থানা এলাকায় এসে পাঁচ শতাধিক করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। ফেনী জেলা পুলিশের একাধিক সুত্র জানায়, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মহোদয়ের নির্দেশনা মোতাবেক ফেনী জেলা পুলিশ করোনা পরিস্থিতি মোকাবেলা করে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রেখে নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাচ্ছেন।