করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিলেন কুষ্টিয়ার মানবিক পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত পিপিএম (বার)।
গত ২১ জুন ২০২০ খ্রিঃ তারিখে কুষ্টিয়ার মানবিক পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, পিপিএম(বার) বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) কুষ্টিয়া জেলার আক্রান্ত ব্যক্তিদের বাড়ীতে বাড়ীতে গিয়ে তাঁদের সুবিধা-অসুবিধার খোঁজ খবর নেন এবং এই করোনাকালীন পরিস্থিতি মোকাবেলায় আতঙ্কিত না হয়ে স্বাস্থ্য বিধিসহ সরকারী বিধি নিষেধ মেনে চলার পরামর্শ প্রদান করেন।
এসময় করোনা ভাইরাসে আক্রান্ত চিকিৎসাধীন ব্যক্তিদের কাছে পুলিশ সুপার তাঁর অফিসিয়াল মোবাইল নাম্বার দিয়ে আসেন আর বলেন, আপনাদের যেকোন স্যায় আমাকে ফোন করে জানাবেন। কারো গ্যাস ফুরাইলে বলবেন, কারো বাড়ি চাল ফুরাইলে বলবেন, কারো ভালো চিকিৎসকের পরামর্শ লাগলেও বলবেন…. কুষ্টিয়া জেলা পুলিশ সব সময় আপনাদের পাসে আছ ও থাকবে। এসময় পুলিশ সুপার করোনা আক্রান্তদের বাড়ি গিয়ে সামাজিক দুরত্ব নিশ্চিত করে করোনা আক্রান্ত দের জন্য ঝুড়িভর্ত্তি ফলপাকড় দিয়ে আসেন।