কে এম রেজাউল করিম দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা প্রশাসনের আয়াজনে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাষ্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে “জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এই শ্লোগানকে সামনে রেখে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার ও দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার নেতৃত্বে অনুষ্ঠিত হয় উক্ত মানববন্ধন কর্মসূচী। উক্ত মানবন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, দেবহাটার সহকারী কমিশনার (ভূমি) এস.এম. তারেক সুলতান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা তুহিন আক্তার, দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রনজিত কুমার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সার্ভেয়ার সাঈদ হোসেন প্রমুখ। উক্ত মানববন্ধনে উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহনে সকলে জাতির পিতার সম্মান অক্ষুন্ন রাখার শপথ গ্রহন করেন এবং যারা এই ধরনের অপরাধমূলক কাজে জড়িত তাদেরকে দ্রুত কঠিন শাস্তির দাবী জানানো হয়।