“ট্রাফিক আইন মেনে চলি নিরাপদে বাড়ী ফিরি” সড়ক পরিবহণ আইন ২০১৮ বাস্তবায়নে গতকাল ২৪ ডিসেম্বর ২০২০ খ্রি: তারিখ জেলা ট্রাফিক বিভাগ, কুষ্টিয়ার আয়োজনে ই-ট্রাফিক প্রসিকিউশন এর উদ্বোধন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার)।
ই-ট্রাফিক প্রসিকিউশন এ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেম নামক প্রযুক্তিনির্ভর কার্যক্রমের মাধ্যমে ট্রাফিক বিভাগের ডিজিটাল যুগে পদার্পন। মামলা দায়ের করার পর স্বক্রিয় মেশিন থেকেই জরিমানার স্লিপ বের হয়ে আসবে এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাৎক্ষনিক জরিমানা পরিশোধ করা যাবে।যাহাতে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। উদ্বোধনকালে এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ),কুষ্টিয়াসহ ট্রাফিক বিভাগের টিআই, সাজেন্ট, এটিএসআই সহ কনস্টেবল বৃন্দ।