বিট পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে : কুষ্টিয়ার এসপি তানভীর আরাফাত

দ্বারা zime
০ মন্তব্য 154 দর্শন

 

কুষ্টিয়া জেলা পুলিশের ডিসেম্বর /২০ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গত রবিবার সকাল সাড়ে ৯ টায় কুষ্টিয়া পুলিশ অফিসের সম্মেলন কক্ষে এ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, পিপিএম(বার)।

 সভায় প্রধান অতিথি  জেলার প্রতিটি বিট অফিসারকে নিজ নিজ বিটে যথাযথভাবে হাজির থেকে বিট পুলিশিং কার্যক্রম আরো গতিশীল করার জন্য নির্দেশ প্রদান করেন। এছাড়াও প্রত্যেক পুলিশ সদস্যদের ড্রেস রুল মেনে চলার প্রতি নির্দেশনা প্রদানসহ সমাজের সকল স্তরের মানুষের দোরগোড়ায় পুলিশী সেবা পৌঁছে দেওয়া এবং পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালন করার জন্য সকল পুলিশ সদস্যদেকে নির্দেশ প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ),  মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, কুষ্টিয়া সদর সার্কেল এবং  মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, ইবি থানার অফিসার ইনচার্জ মোহা মোস্তাফিজুর রহমান সহ কুষ্টিয়া জেলা পুলিশের সকল থানার ওসি ,ডিআইওয়ান ও ফোর্সগণ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন