আবারো সাতক্ষীরা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা সহ এক যুবক কে আটক করেছে। আটককৃত যুবকের নামইসহাক মোহাম্মদ লিটন ওরফে জিয়া (৪২)। সে ডবলমুরিং থানা চট্রগ্রামের খোরশেদ আলমের ছেলে।(বর্তমান বসবাস পলাশপোল চৌধুরী পাড়া)।

ডিবি পুলিশ জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার দিক নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিঁম সুপার (অপরাধ ও প্রশাসন) মো:সজীব খানের তত্বাবধায়নে সাতক্ষীরা জেলা ডিবির ওসি বাবুল আক্তারের নেতৃত্বে  এস আই শিমুল হালদার ,এস আই মোঃ মেহেদী হাসান এএসআই মাজেদুল ইসলাম , এ এস আই এমডি মাইনুল ইসলাম সহ ডিবি সাতক্ষীরার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গতাল রাত সাড়ে আটটার দিকে শহরের পলিটেকনিক স্কুলের গলিতে  অভিযান  ইসহাক মোহাম্মদ লিটন ওরফে জিয়া (৪২) কে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবির ওসি বাবুল আক্তার আপডেট সাাতক্ষীরা কে জানান,ইসহাক মোহাম্মদ লিটন ওরফে জিয়ার আসল বাড়ি চট্রগ্রামের ডবলমুরিং থানা এলাকায়।সে সাতক্ষীরায় এসে বাসা ভাড়া নিয়ে চট্রগ্রাম থেকে ইয়াবা এনে বিক্রি করে থাকে।ওসি ডিবি সাতক্ষীরা জানান,   অপর আসামি আরিফ সাং মধ্য কাটিয়া থানা জেলা সাতক্ষীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।ডিবির ওসি আরো জানান  আসামিদ্বয়ের বিরুদ্ধে  সাতক্ষীরা থানায় মামলা রুজুপুর্বক ইসহাক মোহাম্মদ লিটন ওরফে জিয়া কে আজ সকালে বিঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রাসংঙ্গত : সাতক্ষীরা ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছে। যার ধারাবাহিতায় গতকাল ১ কেজি গাঁজা, তার আগের দিন ১২০ বিশ পিস ইয়াবা আটক করে আসামীকে বিঞ্জ আদালতে সোপর্দ করতে না করতে গতকাল আবারো ৬০ পিস ইয়াবা সহ চট্রগ্রামের মাদক ব্যবসায়ী লিটন কে আটক করতে সক্ষম হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন