সদর থানা মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময়

দ্বারা zime
০ মন্তব্য 413 দর্শন

 

সাতক্ষীরা থানার নবাগত অফিসার ইনচার্জ মো: মহিদুল ইসলামের সাথে সদর থানা মসজিদ কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।শনিবার সন্ধায় থানা জামে মসজিদ কমিটির সহ সভাপতি ড.মুনসুর আহমেদের নেতৃত্বে মসজিদ কমিটির নেতৃবৃন্দ নবাগত ওসি মহিদুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময় শেষে নবাগত ওসি মহিদুল ইসলাম মসজিদের নির্মাণাধীন বিভিন্ন কাজের অগ্রগতি সম্পর্কে খোজ খবর নেন।এছাড়া নবাগত ওসি মসজিদের উন্নয়ন কল্পে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।ওসি এসময় মসজিদ কমিটির নেতৃবৃন্দের উদ্যেশ্যে বলেন,ফজরের নামাজ ও এশার নামাজ পড়ার পরে ১০-১২ জন মুসল্লি মিলে কোন রকম বৈঠক করা যাবেনা।ওসি মহিদুল আরো বলেন,ধর্মের নামে যারা মানুষ মারে, বাসে আগুন দেয় তারা কখনো প্রকৃত মুসলিম হতে পারেনা।তিনি  বলেন,ইসলাম ধর্ম শান্তির ধর্ম। যারা ধর্মের নামে অরাজকতা সৃষ্টির চেষ্টা করে তারা কখনো প্রকৃত মুসলমান হতে পারেনা।এদের থেকে সবাইকে সাবধান হতে হবে।তিনি আরো বলেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক সাতক্ষীরা থানা জামে মসজিদ কে আরো নান্দনিক ও দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হবে।

শুভেচ্ছা বিনিময় কালে এসময় থানা মসজিদের ঈমাম সাহেব সাইফুল্লাহ আনোয়ার, সদস্য মনজুরুজ্জামান, মীর আহসানুল হক,আবদুস সামাদ, আমজাদ হোসেন লাভলু,ডা: মিনজাজ,হাবিবুর রহমান, হাফেজ আখতারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন