মাগুরা মহম্মদপুর থানার নতুন ওসি বোরহান উল ইসলাম

দ্বারা zime
০ মন্তব্য 1042 দর্শন

 

মাগুরা জেলার মহম্মদপুর থানার নবাগত অফিসার ইনচার্জ  হিসাবে পদায়িত হয়েছেন  শালিকা সার্কেল অফিসের পরিদর্শক মো: বোরহান উল ইসলাম। সোমবার ১৭ জুলাই মাগুরা জেলা পুলিশ সুপার মো: মশিউদ্দৌলা রেজা পিপিএম-বার স্বাক্ষরিত এক অফিস আদেশে শালিকা সার্কেল অফিসের পরিদর্শক মো: বোরহান উল ইসলাম কে মহম্মদপুর থানার  অফিসার ইনচার্জ  হিসাবে বদলি করা হয়।একই আদেশে মহম্মদপুর থানার ওসি কে শালিকা সার্কেল অফিসে ও কোর্ট পরিদর্শক মো: পিয়ার উদ্দীন কে শ্রীপুর থানার ইন্সপেক্টর তদন্ত হিসাবে বদলি করা হয়।।খোজ নিয়ে জানা যায়, ইন্সপেক্টর বোরহান আগামীকাল পুর্বাহ্নে নতুন কর্মস্থলে মহম্মদপুর থানায় নবাগত ওসি হিসাবে যোগদান করবেন।

ইন্সপেক্টর বোরহান উল ইসলাম বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের ছেলে।তিনি বাংলাদেশ পুলিশের এসআই আউট সাইট ক্যাডেট হিসাবে ২০০৭ সালে যোগদান করেন। পরে বিভিন্ন থানায় দক্ষতার সহিত চাকুরীর করার পর ২০১৯ সালে তিনি পরিদর্শক পদে পদন্নোতি পান। পরিদর্শক হিসাবে তিনি নহাটা তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসাবে, শ্রীপুর থানার তদন্ত ও মহম্মদপুর থানার ইন্সপেক্টর  তদন্ত  হিসাবে সুনাম ও দক্ষতার সহিত পেশাগত দায়িত্ব পালন করেন। ইন্সপেক্টর বোরহান উল ইসলাম ব্যক্তিগত জীবনে এক ছেলে ও এক কন্যার পিতা। তিনি খুলনা রেঞ্জ ডিআইজি,  মাগুরা জেলার পুলিশ সুপার সহ সিনিয়র অফিসার দের  প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি তিনি জেলার জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক দের সহযোগীতা কামনা করেছেন।

– প্রেস বিঞ্জপ্তি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন