সাতক্ষীরায় চিকিৎসকদের মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 147 দর্শন

 

সাতক্ষীরায় চিকিৎসকদের মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে গতকাল বেলা ১২টায় সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে ওজি এসবি ও বাংলাদেশের সকল সোসাইটির চিকিৎসকবৃন্দের আয়োজনে মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা: শংকর প্রসাদ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: রুহুল কুদ্দুস।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ডা: কাজী আরিফ আহমেদ, ডা: হরষিত চক্রবর্তী, ডা: প্রবীর কুমার দাশ, ডা: আবু সাঈদ শুভ, ডা: শরিফুল ইসলাম, ডা: ফারুকুজ্জামান, ডা: মিনহাজুল ইসলাম, ডা: নাজমুস সাকিব, ডা: মানস কুমার মন্ডল, ডা: তানভীর আহমেদ, ডা: সুব্রত ঘোষ, ডা: রাশিদুজ্জামান, ডা: সুমন কুমার দাশ, ডা: ফারহানা হোসেন, ডা: রহিমা খাতুন, ডা: রিফাত। বক্তারা বলেন, কুমিল­ার এক গৃহবধু দশ ঘন্টা নরমাল ডেলিভারীর চেষ্টায় ব্যর্থ হয়। পরে তাকে ঢাকা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করে পুনরায় নরমাল ডেলিভারীর জন্য পরিবারের পক্ষ থেকে চিকিৎসকদের অনুরোধ করে। পরে চিকিৎসক ডা: মিলি, ডা: মুনা, ডা: শাহজাদী অস্বীকৃতি জানাই। পরিবারের দাবির প্রেক্ষিতে চিকিৎসকরা আপ্রান চেষ্টা করে নরমাল ডেলিভারী করে। ডেলিভারীর কয়েক ঘন্টা পর ঐ শিশু মারা যায়। এমনকি কয়দিন পরে ঐ গৃহবধু মৃত্যু হয়। এই মৃত্যুর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা তার পরিবারকে সমবেদনা জানাই। বক্তারা আরও বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে কোন প্রকার সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই এ তিন চিকিৎসক আটক করে কারাগারে প্রেরন করা হয়েছে। অথচ ঐ চিকিৎসকরা গৃহবধু ও বাচ্চাকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে। চিকিৎসকরা কর্মক্ষেত্রে নিরাপত্তা পাচ্ছে না। শুধু তাই নই আইনগতভাবে চিকিৎসকরা সুরক্ষা পাচ্ছে না। আমরা জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। অনতিবিলম্বে ঐ তিন চিকিৎসককে মুক্তি দিতে হবে। আজও আগামীকাল সকল প্রাইভেট প্রাকটিস বন্ধ ঘোষনা করেন চিকিৎসক নেতৃবৃন্দ। এ সময় মেডিকেল কলেজের চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন