এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছে উপসচিব তরিকুলের পুত্র আশিকুল ইসলাম

দ্বারা zime
০ মন্তব্য 632 দর্শন

 

এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছে ঢাকা উত্তর সিটির প্রধান রাজস্ব কর্মকর্তা আ,ন,ম তরিকুল ইসলামের বড় পুত্র এ,এন,এম আশিকুল ইসলাম।২০২৩ সালে এ,এন,এম আশিকুল ইসলাম ঢাকা গভর্নমেন্ট  ল্যাবরেটরী স্কুল থেকে  বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষা দিয়ে তিনি এ সফলতা অর্জন করেছেন।আশিকুল ইসলাম পঞ্চম শ্রেনীতে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল।

উপসচিব ও ঢাকা উত্তর সিটি কর্পারেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আ,ন,ম তরিকুল ইসলাম ও তার স্ত্রী ভালুদা চাঁদপুর আদর্শ ডিগ্রী কলেজের এ্যসেসটেন্ট প্রোফেসার  আনজুন নাহার  তাদের  বড় পুত্রএ,এন,এম আশিকুল ইসলামের উত্তরোত্তর সফলতার জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।

– প্রেস বিঞ্জপ্তি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন