পবিত্র কাবা শরীফ তাওয়াফ করলেন যুগ্মসচিব আ,ন,ম তরিকুল ইসলাম

দ্বারা zime
০ মন্তব্য 307 দর্শন

 

পবিত্র কাবা শরীফ তাওয়াফ করেছেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক যুগ্ম সচিব আ,ন,ম তরিকুল ইসলাম। শনিবার সকালে হাজার ভিড়ের ভিতরে মক্কায় পবিত্র কাবা শরীফ তওয়াফ করেন তিনি।কাবা শরীফ তাওয়াফ কালে তিনি তাঁর পিতা-মাতা,আত্মীর -স্বজন ও দেশবাসীর জন্য দোয়া করেন।

এরপর তিনি হযরত ইবরাহীম আ: সা:এঁর পায়ের চিহ্ন, মাকামে ঘুরে দেখছেন যুগ্ম সচিব আ,ন,ম তরিকুল  আগামী ২৮ মার্চ মদিনা সফর করবেন বলে জানা গেছে।

-প্রেস বিঞ্জপ্তি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন