কার্বাইড দিয়ে পাকানো ৩৬ ক্যারেট আম নস্ট করলো সাতক্ষীরা জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

দ্বারা zime
০ মন্তব্য 121 দর্শন

 

কার্বাইড দিয়ে পাকানো ৩৬ ক্যারেট আম নস্ট করলো সাতক্ষীরা জেলা প্রশাসনের মোবাইল কোর্ট।থানা সুত্রে জানা যায়,গতকাল রাত ১ টার পরে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সজীব খানের নেতৃত্বে সাতক্ষীরা থানার ওসি মহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স মেডিকেল কলেজের সামনে থেকে ছোট পিকআপ ভত্তি এ আমের গাড়িটি জব্দ করে।

পরে আম ভত্তি গাড়িটি সিজার লিস্ট করে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের দপ্তরে হাজির করা হলে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অন্যনার নেতৃত্বাধীন  মোবাইল কোর্ট পরিচানা করে পিটিআই স্কুল মাঠে ৩৩ ক্যারেট আম বিনষ্ট করা হয়।এসময় কৃষি অফিসার মনিরুল ইসলাম, সাতক্ষীরা থানার এএসআই আনিস চাকলাদার সহ কনস্টেবল গণ উপস্থিত ছিলেন।ধ্বংসকৃত আমের মুল্য আনুমানিক ৬০ হাজার টাকা





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন