Training on Managing Development and Climate Change: Strategies and Collaborative Action for Resilient Cities এ অংশ নিতে ব্যাংকক পৌছেছেন ইউএনও দেবাশীষ চৌধুরী।।

দ্বারা zime
০ মন্তব্য 271 দর্শন

 

সাতক্ষীরা সদর উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব দেবাশীষ চৌধুরী “Training on Managing Development and Climate Change: Strategies and Collaborative Action for Resilient Cities” প্রশিক্ষণে অংশ নিতে রবিবার ১৬ ই জুন ২০১৯ খ্রিস্টাব্দেে থাথাইল্যান্ডের পৌছেছেন।

জানা গেছে ব্যাংককের Sukhumvit হোটেলে ১৭ থেকে ২১ জুন পর্যন্ত মোট ৫ দিন উক্ত প্রশিক্ষণ কর্মশালা চলবে।উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সাতক্ষীরা জেলা থেকে মাত্র একজন নির্বাহী অফিসার প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।তিনি হলেন সাতক্ষীরা সদর উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সদরের নির্বাহী অফিসার জনাব দেবাশীষ চৌধু। আগামী ২২ শে জুন ২০১৯ খ্রিস্টাব্দে তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।তিনি যেন ভালো ভাবে প্রশিক্ষণ কর্মশালা শেষ করে দেশে ফিরে আসতে পারেন, সে কারনে তিনি তার সহকর্মী ও শুভাকাঙ্খিনীদের কাছে আশির্বাদ প্রার্থনা করেছেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন