অসহায় অসচ্ছল পিতা-মাতার পাশে কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত

দ্বারা zime
০ মন্তব্য 152 দর্শন

 

অসহায় অসচ্ছল পিতা-মাতার পাশে দাঁড়ালেন কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত পিপিএম (বার)। 

কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন ছাতিয়ান উত্তর পাড়া গ্রামের মোঃ জসিম উদ্দিন এর ০৯(নয়) বছরের পুত্র সন্তান ‘শান্ত’ । ‘শান্ত’র হাঁটাচলা স্বাভাবিক হলেও সে মানষিক প্রতিবন্ধী। জন্মের তিন বছর বয়স হতেই সুযোগ পেলেই ময়লা আবর্জনা, গোবর, সাবান, মলমূত্র, জামের বীজ ইত্যাদি খেতে থাকে এবং সকলের সাথে অস্বাভাবিক আচরণ করে। ‘শান্ত’র এধরণের অস্বাভাবিক আচারণে অতিষ্ট এলাকাবাসী। এমনকি ‘শান্ত’ তার তিন মাস বয়সের আপন ছোট ভাইকে মেরে ফেলতে উদ্যত হয়। শান্তর এই দুরবস্থা এবং কষ্ট সহ্য করতে না পেরে তার উন্নত চিকিৎসার ব্যায় বহন করতে অক্ষম গরীব অসহায় দিনমুজুর পিতা জসিম উদ্দিন তাদের আদরের সন্তান ‘শান্ত’কে মেরে ফেলার জন্য বাংলাদেশ সরকারের নিকট আবেদন করেন।

এই ঘটনাটি কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, পিপিএম(বার) এর দৃষ্টিগোচর হলে পুলিশ সুপার নিজস্ব অর্থায়নে গত ০৪/০৫/২০২০ খ্রিঃ তারিখ ‘শান্ত’কে সুচিকিৎসার জন্য একটি মাইক্রোবাস ভাড়া করে  পাবনা মানষিক হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন ।বর্তমানে ‘শান্ত’ পাবনা মানষিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন