সুপার সাইক্লোন আমফানের পরবর্তী কালীন সময়ে অসহায় দূরর্দশাগ্রস্থদের মাঝে সরকারী গম উদ্ধার পূর্বক বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী ৪৮ টন গম শতভাগ স্বচ্ছতার সহিত বিতরণ করেছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।
রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) শ্যামনগর থানাধীন গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া, সুইটগেট, পুর্বনাপিতখালি এ চার টি পয়েন্টে আম্পানে ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।শ্যামনগর প্রতিনিধি জানান তালিকা অনুযায়ী গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নে একহাজার পরিবারের মাঝে ১৪ কেজি হারে এ গম বিতরণ করা হয়।
গম বিতরণ কালে পুলিশ সুপারের সাথে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম, ডিএসবির সহকারী পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান, শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা, শ্যামনগর থানার পরিদর্শক তদন্ত ইয়াছিন আলম চৌধুরী সহ এ সময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) জানান বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক শতভাগ স্বচ্ছতার সাথে গম বিতরণ করা হবে।