আবলু খায়ের – বাবলু ও আবু সায়ীদ’র মৃত্যু আমাকে দারুনভাবে কাঁদিয়েছে-স্মরন সভায় এমপি রবি

দ্বারা zime
০ মন্তব্য 158 দর্শন

 

মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে সংগঠনের প্রয়াত সদস্যদের স্মরন সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকাল ০৫টায় শহরের কামালনগর তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি.এম নুর ইসলামের সভাপতিত্বে স্মরন সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘আবুল খায়ের সরদার, মহাসিন হোসেন বাবলু ও আবু সায়ীদ আমার খুব কাছের ও হৃদয়ের মানুষ ছিল। এই তিনজনের মৃত্যু আমাকে দারুনভাবে কাঁদিয়েছে। কারণ তারা সাতক্ষীরায় বিভিন্ন অবদান ও কাজের জন্য মানুষ তাদের সারাজীবন স্মরন করবে। আবুল খায়ের সরদার, মহাসিন হোসেন বাবলু ও আবু সায়ীদ’র অনেক অবদান আছে সেজন্য তাদের স্মরন করে মনের তৃপ্তি পেলাম। মহান আল্লাহর দরবারে তাদের রুহের মাগফিরাত কামনা ও জান্নাতুল ফেরদাউস কামনা করেন এমপি রবি।’
সংগঠনের প্রয়াত সদস্যদের স্মৃতিচারণ করেন বক্তব্য রাখেন বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি কাজী শওকত হোসেন ময়না, অর্থ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা, মো. কামরুজ্জামান রাসেল, নির্বাহী সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, এস.এম আবুল কালাম আজাদ, মো.আশরাফ উদ্দিন, আশরাফুল করিম ধনি, উপদেষ্টা এ্যাড. আজহারুল ইসলাম, রেবেকা সুলতানা, মোহাম্মদ আলী সিদ্দিকী প্রমুখ। সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির প্রয়াত সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদার, সাংবাদিক মহাসিন হোসেন বাবলু ও নির্বাহী সদস্য মোহাম্মদ আবু সায়ীদ’র স্মরন সভা ও দোয়া অনুষ্ঠানে করোনা আক্রান্ত জমাত আলী মেম্বর ও কাজী মনিরুজ্জামান মুকুল’র সুস্থ্যতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মাহবুবুল আলম। এসময় সংগঠনের নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন