
খাগড়াছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: মেহেদী হাসান বলেছেন, করোনার ভ্যাকসিন নিয়ে যেনে কোন প্রকার সংশয় সৃষ্টি না হয়, সেজন্য আমি শুরুতেই করোনা ভ্যাকসিন গ্রহণ করেছি। ভ্যাকসিন গ্রহনের পর কোন প্রকার অসুবিধা বোধ করছি না। ভ্যাকসিন নেওয়ার জন্য নিজে নিবন্ধন করুন এবং অন্যদেরকেও উৎসাহিত করুন।
সোমবার সকালে খাগড়াবাড়ি স্বাস্থ কমপ্লেস থেকে করোনা প্রতিরোধক টিকা নিয়ে এসব কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান।