ইউএনও’র চেষ্টায় কাঁচা-বাজারে শৃংখলা ফিরে এসেছে( ভিডিও সহ)

দ্বারা zime
০ মন্তব্য 158 দর্শন

 

সাতক্ষীরা সদন উপজেলায় কাঁচা-বাজার গুলোতে সামাজিক দুরত্ব নিশ্চিত করেই মালামাল কেনাকাটা করছেন ক্রেতারা। খোজ নিয়ে জানা যায় সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এঁর দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর অক্লান্ত পরিশ্রমের ফলে এটি সম্ভব হয়েছে।

খোজ নিয়ে আরো জানা যায় সাতক্ষীরা বড় বাজারে জনসমাগম কমাতে সুলতানপুর বড় বাজার থেকে বড় বাজার তুলে সেটি পিটিআই স্কুল মাঠে হস্তান্তর করা হয়েছে। এতে করে ক্রেতারা খুব ইজি ভাবে তাদের পছন্দের শাকসবজি কিনতে পাচ্ছেন সামাজিক দুরত্ব নিশ্চিত করেই। একই ভাবে ইউএনও দেবাশীষ চৌধুরী মাহামুদ বাদাম তলা বাজার তুলে সেখান থেকে মাহামুদুর হাইস্কুল মাঠে বাজার হস্তান্তর করেছেন। এতে করে বাজারে জনসমাগম কমেছে। ক্রেতারা স্বাচ্ছন্দে কেনাকাটা করতে পারছেন। একই ভাবে সাতক্ষীরা সদর ইউএনও দেবাশীষ চৌধুরীর অক্লান্ত পরিশ্রমের ফলে ঝাউডাঙ্গা – বৈকারী সহ অন্যান্য ইউনিয়নে বাজার কে গন্ডির মধ্যে আনা হয়েছে। এছাড়া ও পবিত্র মাহে রমজানে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে প্রত্যেকদিন বিকাল ৫ টা থেকে ১৬ টি ভ্যান যোগে ভ্রাম্যমাণ ইফতার বাজার বের করা হয়েছে। শহরের ১৬ টি পয়েন্টে এসব ভ্রাম্যমাণ ইফতার বাজার বেচাকেনা করছে। যার ফলে ফুটপথে বা বাজারে আগের মত আর ক্রেতা-বিক্রেতাদের  হুড়োহুড়ি পরিলক্ষিত হচ্ছেনা।সাতক্ষীরা সদর ইউএনও’র এমন উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন সাতক্ষীরার সুশীল সমাজ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন