অবশেষে স্থগিত করা হলো ইউএনও সাঈকা সাহাদাতের প্রত্যাহার আদেশ। শুক্রবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই প্রত্যাহার আদেশ স্থগিত করা হয়।
এর আগে বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে ইউএনও সাঈকা সাহাদাতকে প্রত্যাহার করে তার স্থলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া ইউএনও নাজমা সিদ্দিকা বেগমকে বদলি আদেশ দেয়া হয়েছিল। কক্সবাজারের পেকুয়ার আলোচিত ১৫ টন চাল কেলেংকারিতে জড়িত থাকার অভিযোগে সাঈকা সাহাদাতকে প্রত্যাহার করা হয়েছিল।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ইউএনওর বিরুদ্ধে আনা এই অভিযোগ সঠিক ছিলো না। চাল চুরিতে বাঁধা দেয়াতেই তাকে এই অভিযোগে ফাঁসিয়ে দেয়া হয়েছিল। আর এই প্রত্যাহার আদেশ স্থগিত করা তার নির্দোষ হওয়ার দিকেই ইঙ্গিত করে।
৩ মন্তব্য
আমি আগেই বলেছিলাম ওনাকে ফাঁসানো হইছেহইছে
হয়তো ফাঁসানো হয়েছে। সঠিক তদন্ত করা হোক।..
W W W updateSatkhira. Com
তোমাদের এ প্রচেষ্টা মিটায় তেষ্টা
থকুক যতোই দুর, বাজুক বাঁশির সুর
বহ্নিশিখা জ্বলবে ললাটে মম্,
জ্বেলে জ্বল জ্বলজ্বল করে
এ আশিষ হে প্রিয়তম ।।