ইউএন উইমেন ও বাংলাদেশ পুলিশের যৌথ সেমিনার অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 203 দর্শন

 

জাতিসংঘের লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন বিষয়ক সংস্থা ইউএন উইমেন-এর সঙ্গে বাংলাদেশ পুলিশের একটি যৌথ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ নভেম্বর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের বিষয়বস্তু ছিল ‘সহিংসতার শিকার হওয়া নারী ও মেয়েদের জন্য লিঙ্গভিত্তিক পুলিশ পরিষেবার নির্দেশনাবলি’।

বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল রুহুল আমিন, পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি ও বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) সভাপতি আমেনা বেগম বিপিএম, জয়েন্ট কমিশনার শামীমা বেগম পিপিএম, ইউএন উইমেন-এর প্রোগ্রাম স্পেশালিস্ট জুলিয়া পোলসি এবং বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কসোভো থেকে জুমের মাধ্যমে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএন উইমেন-এর সিনিয়র পুলিশ অ্যাডভাইজর ও এক্সিকিউটিভ ডিরেক্টর জেন টাইন্সলি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন