ইসলাম ধর্ম কখনো জঙ্গিবাদ কে সমর্থন করেনা : সাতক্ষীরার এসপি মোস্তাফিজুর রহমান

দ্বারা zime
০ মন্তব্য 338 দর্শন

 

সাতক্ষীরা আগরদাড়ী মাদ্রাসা ময়দানে ০২ (দুই) দিন ব্যাপী ৭০তম বার্ষিকী আগরদাড়ী আমিনিয়া ঈছালে ছাওয়াব মাহফিলের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার রাত ৮.৪৫ মিনিটে আগরদাড়ী মাদ্রাসা ময়দানে ০২ (দুই) দিন ব্যাপী ৭০তম বার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে  প্রধান  অতিথি হিসাবে উপস্থিত থেকে মুল্যবান বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার)।

অনুষ্ঠানে প্রধান অতিথি মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন ইসলাম শান্তির ধর্ম, ইসলামের দোহাই দিয়ে যারা বাসে পেট্রোল দিয়ে আগুন দেয় তারা কোন দিন মুসলমান হতে পারেনা। ইসলাম ধর্মে মানুষ খুন করার কোন বিধান নেই। তাই তোমরা কোন রকম রাজনীতির মধ্যে যাবেনা।ইসলাম ধর্মে জঙ্গিবাদের কোন ঠাই নেই।  তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে,সমাজে ভালো কাজ করবে, অসহায় মানুষদের সেবা করবে তাহলেই আল্লাহ পাঁক তোমাদের দুনিয়ায় ও আখিরাতে শান্তিতে রাখবেন। অনুষ্ঠানে হাফেজী পড়া শিক্ষার্থীদের কে পুলিশ সুপার পাগড়ি পরিয়ে দেন এবং উপবৃত্তির টাকা প্রদান করেন। 

আগরদাড়ী মাদ্রাসার সভাপতি গোলাম মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান, সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, আগরদাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি  হাবিবুর রহমান সহ মাদ্রাসা কমিটির সকল সদস্য ও মাদ্রাসার সকল শিক্ষার্থীবৃন্দ।                           





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন