ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে যেসব নির্দেশনা দিলেন নৌপুলিশের প্রধান শফিকুল ইসলাম

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 199 দর্শন

 

আসন্ন পবিত্র ঈদ -উল-আযহা ২০২২” উপলক্ষে নৌপথ নিরাপত্তায় নৌ-পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নিত্য পণ্য ও যাত্রী পরিবহনে নৌপথ বাংলাদেশের অন্যতম যোগাযোগ মাধ্যম।বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবে এই নৌ পথের ব্যবহার আরো বৃদ্ধি পায়।আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে নৌপথে যাত্রী,পণ্য ও কোরবানীর পশু পরিবহনে নৌ নিরাপত্তা নিশ্চিত করণে আজ নৌ পুলিশ হেডকোয়াটার্সে নৌ পুলিশ প্রধান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার),পিপিএম এঁর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি(অপারেশন্স), ডিএমপি এর ডিসি(অপারেশন্স), নৌ পরিবহন অধিদপ্তর, বিআইডব্লিউটিএ, অভ্যন্তরীণ নৌ চলাচল(যাপ)সংস্থা, ট্রলার মালিক সমিতি, বিভিন্ন ঘাটের ইজারাদার,বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন এর প্রতিনিধি, নৌ পুলিশের ১১টি অঞ্চলের পুলিশ সুপার বৃন্দ সহ নৌ পুলিশের বিভিন্ন পর্যায়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় নৌ পুলিশ প্রধান পবিত্র ঈদে নৌপথ নিরাপদ রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।


১. নৌপথে নৌযানে যত্রতত্র যাত্রী না উঠানো,নৌযানের গতি নিয়ন্ত্রণে স্পীডগানের ব্যবহার,দক্ষ ,যোগ্য ও বৈধ চালক দিয়ে নৌযান চালানোর বিষয়ে নির্দেশনা
২.পণ্যবাহী ও কোরবানির পশুবাহী ট্রলার/লঞ্চে চাঁদাবাজি, দস্যুতা, ডাকাতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, কোরবানির পশু বিক্রেতারা যাতে হয়রানির শিকার না হয় এবং কোরবানির পশুবাহী নৌযান হতে জোরপূর্বক কোরবানীর পশু যাতে কোন হাটে না নামানো হয় এই বিষয়ে কঠোর নির্দেশনা
৩.ঈদ পুর্ববর্তী ৫দিন এবং পরবর্তী ৫দিন নৌযানে মোটর সাইকেল নিয়ে পারাপার বন্ধে ব্যবস্থা গ্রহণ

৪.ঈদ পূর্ববর্তী ৩দিন ও পরবর্তী ৩দিন জরুরী ও পচনশীল পন্য বাহী ট্রাক ও কাভার্ট ভ্যান ব্যতীত সকল পণ্যবাহী যান ফেরি চলাচলে নিষেধাজ্ঞা নিশ্চিতকরণ, পশু বিক্রেতারা যাতে হয়রানির শিকার না হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং
৫. আগামী ৫ জুলাই হতে ১৫জুলাই ২০২২খ্রি: পর্যন্ত বালুবাহী বাল্ক হেড চলাচল বন্ধ নিশ্চিতকরণে ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশনা প্রদান করেন।


তিনি যথাযথ ভাবে নির্দেশনাসমূহ বাস্তবায়নে উপস্থিত সবাইকে অনুরোধ জানান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন