উৎসবমুখর পরিবেশে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে : সাতক্ষীরার এসপি মোস্তাফিজুর রহমান

দ্বারা zime
০ মন্তব্য 256 দর্শন

 

আগামীকাল ২০ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচন-২০২১ উপলক্ষে ১৯ সেপ্টেম্বর রোজ রবিবার সকালে তালা  থানা প্রাঙ্গনে তালা উপজেলার ভোটকেন্দ্রে সহ সকল ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের মাঝে দিক-নির্দেশনামূলক বিফ্রিং প্রদান করেন  সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার।

পুলিশ সুপার ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে বলেন,নির্বাচন হবে অবাধ -সুস্ঠু ও নিরাপেক্ষ। কোন রকম অনিয়ম ভোট কেদ্রে মেনে নেওয়া হবেনা।

তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে তালা ও কলারোয়ার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারবে।

পুলিশ সুপার সকল ফোর্সদের উদ্যেশ্যে বলেন,কোন পুলিশ সদস্য কোন প্রার্থীর কাছ থেকে অবৈধ সুযোগ সুবিধা নিতে পারবেনা এবং কোন প্রার্থীর পক্ষে কাজ করতে পারবেনা। পুলিশ সুপার সকল ফোর্সদের ন্যায়-নীতি ও সতর্কতার সহিত পেশাগত দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।

ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে এসময় পুলিশ সুপারের সাথে তালা সার্কেলের সিনিয়র এএসপি হুমায়ুন কবির,দেবহাটা ও আশাশুনি সার্কেল সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহমেদ, তালা থানার ওসি মেহেদী রাসেল,পাটকেলঘাটা থানার ওসি আলহাজ্জ নাজমুন  হুদা, তালা থানার ইন্সপেক্টর তদন্ত আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

একই দিন বিকালে ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচন-২০২১ উপলক্ষে ১৯ সেপ্টেম্বর রোজ রবিবার কলারোয়া  থানা প্রাঙ্গনে কলালোয়া উপজেলার ভোটকেন্দ্রে সহ সকল ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের মাঝে দিক-নির্দেশনামূলক বিফ্রিং প্রদান করেন  সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার।

ব্রিফিং প্যারেডে এসময় হেড কোয়াটার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো:ইকবাল হোসেন,বিশেষ শাখার ডিআই-১ মিজানুর রহমান, কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবীর সহ বাহিরের জেলা থেকে আগত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন