এজাজ আহমেদ স্বপনের উদ্যোগে টানা দুইমাস বিনামূল্যে শাক সবজি বিতরণ অব্যাহত

দ্বারা zime
০ মন্তব্য 159 দর্শন

 

২০০০ সালের বন্যায় স্বেচ্ছায় রুটি বানানো কর্মসূচির অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০২০ সালের করোনার সময় সমন্বিত কার্যক্রম গত এপ্রিলের ৭ তারিখ থেকে শুরু হওয়া বিনামূল্যে শাক সবজি বিতরণ চলমান আছে।

সেঞ্চুরি একাডেমির উদ্যোগে বিনামূল্য শাক সবজি বিতরণ কর্মসূচির ৬০তম দিন ছিলো মঙ্গলবার। সেঞ্চুরি একাডেমির প্রতিষ্ঠাতা সাবেক ছাত্রনেতা এজাজ আহমেদ স্বপনের উদ্যোগে টানা দুইমাস বিনামূল্যে শাক সবজি, সবজির বীজ ও গাছের চারা বিতরণ করা হচ্ছে।

এজাজ আহমেদ স্বপন জানান, বাজারে শাক সবজি সরবরাহ কম ও লকডাউন শিথিল করায় শুধুমাত্র এদিন সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে থেকে সীমিত আকারে বিতরণ কার্যক্রম পরিচলানা করা হয়। এদিন সর্বমোট ৫৯৭টি পরিবারের জন্য বিনামূল্যে শাক সবজি বিতরণ করা হয়। বিতরণের তালিকায় আজ ছিল পুইশাক, মিষ্টি কুমড়ো ও কলমি শাক। আজও গার্লস স্কুলের সামনে থেকে সকাল ১০টায় বিতরণ করা হবে সবজি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন