ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভোমরা ইমিগ্রেশন পুলিশের শ্রদ্ধা

দ্বারা zime
০ মন্তব্য 159 দর্শন

 

ঐতিহাসিক ৭ই মার্চ’ -এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট, ভোমরা, সাতক্ষীরার পক্ষ থেকে  শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ  ৭ মার্চ ২০২৩ খ্রিঃ তারিখে ভোমরা ইমিগ্রেশনে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর  প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ভোমরা  ইমিগ্রেশন পুলিশের আইসি মাজরেহা হোসেনের নেতৃত্বে এসআই  শেখ জুয়েল আহমেদ , এসআই বিশ্বজিৎ সরকার ও সঙ্গীয় ফোর্স। শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা ও দুরুদ পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমচন এঁর আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন ইমিগ্রেশন পুলিশ।

প্রাসংঙ্গত :  আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। এ দিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন