কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইন্সপেক্টর জেনারেল।।

দ্বারা zime
০ মন্তব্য 439 দর্শন

 

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানসহ ৫ ঊর্ধ্বতন কর্মকর্তা।

মঙ্গলবার (৯ জুলাই) তারা উখিয়া-টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প সরজমিনে পরিদর্শন করেন।

কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন প্রতিবেদক কে জানান, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, র‍্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমদ, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান ও পুলিশের অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলাম ও পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক।

পরিদর্শনকালে তারা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও কর্মপন্থা নির্ধারণ করার লক্ষে কক্সবাজার জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক ব্রিফিং প্রদান করেন আইজিপি ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম(বার)।

এর আগে আইজিপি, বিজিবি প্রধান, র‍্যাব প্রধান, এসবি প্রধান মঙ্গলবার সকালে বিমানে কক্সবাজার পৌঁছালে আইজিপির আগমনে বিমান বন্দরে আইজিপিকে ফুলেল শুভেচ্ছা জানান চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক।এসময় র‍্যাবের প্রধান ড.বেনজীর আহমেদ কে ফুলেল শুভেচ্ছা জানান চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক।

প্রসঙ্গত, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের চারপাশে ঘেরা বেড়া বা সীমানা প্রাচীর না থাকায় শরণার্থীরা ক্যাম্প থেকে বের হয়ে
বিভিন্নস্থানে ছড়িয়ে পড়ছে। জড়িয়ে পড়ছে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। এতে উদ্বেগ-উৎকন্ঠা বাড়ছে স্থানীয়দের।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন